Sunday, September 7, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScroll'দম মারো দম'-এর জিনাতের আইকনিক লুকে শিল্পা

‘দম মারো দম’-এর জিনাতের আইকনিক লুকে শিল্পা

জিনাত আমানকে শ্রদ্ধা শিল্পা শেট্টির

কলকাতা: কিছু গান সময়ের পেরিয়েও কালজয়ী হয়ে ওঠে। হরে কৃষ্ণ হরে রাম সিনেমার জনপ্রিয়তার চেয়েও বেশি আলো কেড়েছিল এর আইকনিক গান দম মারো দম। গানে জিনাত আমানের (Zeenat Aman) পর্দার লুকও অমর ছাপ। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। অভিনেত্রী জিনাত আমানের প্রতি শ্রদ্ধা জানাতে তার “হরে রামা হরে কৃষ্ণ” ছবি থেকে তার আইকনিক লুকটি রিক্রিয়েট করলেন শিল্পা শেট্টি।

আরও পড়ুন: ‘বলিউডের দীপিকা বাংলার আছে মিমি’, শুভশ্রীকে চুমু মিমির

কৃষ্ণ হরে রাম সিনেমার জনপ্রিয়তার চেয়েও বেশি আলো কেড়েছিল এর আইকনিক গান দম মারো দম। শুধু সুর বা কথাই নয়, গানে জিনাত আমানের পর্দার লুকও সাজের এক সাইলস্টোন তৈরি করেছিল। জিনাতের অনন্য সাজ বহুবার বলিউডে অনুকরণ করেছেন বিভিন্ন অভিনেত্রী। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শিল্পা শেট্টি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে জিনাত আমানকে শ্রদ্ধা জানিয়েছেন শিল্পা। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ ছাপা পোশাক, মাথায় সানগ্লাস, হাতে গাঁদা ফুলের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে টিপ—সব মিলিয়ে যেন মুহূর্তের মধ্যে পুরনো দিনের জিনাত আমানকে ফিরিয়ে এনেছেন শিল্পা। শিল্পার এই লুক ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে, আবার কেউ কেউ অক্ষয় কুমারের ভুলভুলাইয়া লুকের সঙ্গেও তুলনা করেছেন।

অন্য খবর দেখুন

Read More

Latest News